শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচনের প্রস্তাব নাকচ করেছি: অনন্ত জলিল

By স্টার অনলাইন রিপোর্ট
6 March 2024, 07:04 AM
UPDATED 6 March 2024, 13:13 PM

বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক অনন্ত জলিল সভাপতি হয়ে চিত্রনায়িকা নিপুণ আক্তারের সঙ্গে নির্বাচন করছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে।

বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন অনন্ত জলিল। তিনি জানান, শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আক্তার তাকে সভাপতি পদে দাঁড়ানোর অনুরোধ করলেও এ প্রস্তাবে সাড়া দেননি অনন্ত জলিল।

এই চিত্রনায়ক বলেন, 'প্রযোজক খোরশেদ আলম খসরু, মোহাম্মদ হোসেনসহ নিপুণ ম্যাডাম আমার বাসায় এসেছিলেন সভাপতি হওয়ার প্রস্তাব নিয়ে। কিন্তু আমি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করছি না। কারণ আমি সেখানে সময় দিতে পারবো না।

'আমাকে ব্যবসায় সময় দিতে হয় প্রচুর। তার মাঝেই সময় বের করি শুটিং করি সিনেমার। কিন্তু নির্বাচন করতে হলে তো সময় দিতে হবে। কারণ সময় না দিলে কোনো ক্ষেত্রেই সফল হওয়া সম্ভব না। সে কারণে আমি বিনীতভাবে সভাপতি হওয়ার প্রস্তাব নাকচ করেছি,' বলেন তিনি।

অনন্ত জলিল আরও বলেন, 'চলচ্চিত্রকে ভালোবাসি, এখানকার মানুষদের ভালোবাসি। আমি সিনেমাপ্রেমী মানুষ হিসেবে আজীবন চেষ্টা করবো সিনেমা ও এই সেক্টরের মানুষের কল্যাণে কাজ করে যেতে।'

চলচ্চিত্র শিল্পী সমিতির আগামী নির্বাচনে ডিপজল ও মিশা সওদাগর একটি প্যানেল করার ঘোষণা দিয়েছেন। এতে সভাপতি পদে ডিপজল ও মিশা থাকছেন সাধারণ সম্পাদক হিসেবে। নিপুণ আক্তারের প্যানেলে কে থাকছেন সেটাই এখন দেখার বিষয়।