আজ থেকে আবারও সিনেমা হলে '১৯৭১ সেইসব দিন'

By স্টার অনলাইন রিপোর্ট
2 February 2024, 11:32 AM

মুক্তিযুদ্ধের প্রশংসিত সিনেমা '১৯৭১ সেইসব দিন' আজ নতুন করে মুক্তি পেয়েছে ঢাকার স্টার সিনেপ্লেক্সে।

হৃদি হক পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন একঝাঁক তারকা শিল্পী। এর মধ্যে রয়েছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, জয়ন্ত চট্রোপাধ্যায়, ফেরদৌস, তারিন, লিটু আনাম, হৃদি হক, মৌসুমী হামিদ, সজল, অর্ষা,সানজিদা প্রীতি, আনিসুর রহমান মিলনসহ আরও অনেকে।

সরকারি অনুদানের সিনেমা '১৯৭১ সেইসব দিন' বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া এবং আমেরিকায় মুক্তি পেয়েছে গতবছর।

নতুন করে মুক্তির বিষয়ে জানতে চাইলে পরিচালক হৃদি হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটা অনেক আনন্দের খবর সিনেমাটি আবারও প্রেক্ষাগৃহে আজ থেকে দেখানো হবে। দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি সিনেমাটির জন্য। এবারও পাব আশা করছি।'

এই সিনেমায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন নায়ক ফেরদৌস। তিনি বলেন, 'নতুন করে আজ থেকে সিনেমাটি প্রদর্শিত হতে যাচ্ছে এটা সত্যিই ভালো লাগার খবর। সিনেমাটি সবার দেখা উচিত। নতুন প্রজন্মের বেশি করে দেখা উচিত। তাহলে সত্যিকারের ইতিহাস জানতে পারবে।'

অভিনেতা সজল বলেন, 'একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছি "১৯৭১ সেইসব দিন" সিনেমায়। নতুন করে ঢাকার প্রাণকেন্দ্রের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জেনে দারুণ খুশি আমি। সেইসময় যারা নানা ব্যস্ততার কারণে দেখতে পারেননি, আশা করছি আজ থেকে দেখতে পারবেন।'