এক বছর আগে থেকে বিয়ের কথা চলছিল: অর্ষা

By স্টার অনলাইন রিপোর্ট
14 January 2024, 15:15 PM
UPDATED 14 January 2024, 23:49 PM

বিয়ে করেছেন সাবেক লাক্স তারকা, অভিনেত্রী নাজিয়া হক অর্ষা ও অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান।

আজ রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিয়ের কথা জানিয়ে কয়েকটি ছবি পোস্ট করেন অর্ষা। তিনি জানান, দুই মাস আগে পারিবারিকভাবেই বিয়ে করেছেন তারা।

'প্রায় একবছর আগে বিয়ের কথা চলে, কিন্তু মা অসুস্থ হওয়ার কারণে পিছিয়ে যায়। মা একটু সুস্থ হওয়ার পর আমরা বিয়ে করি,' বলেন তিনি।

অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরান জুটি বেঁধে অভিনয় করেছেন 'সাহস' সিনেমায়। এছাড়া 'জাহান' ওয়েব সিরিজেও একসাথে অভিনয় করেছেন তারা।

অর্ষা শোবিজে অভিনয় করছেন অনেক বছর ধরে। গত বছর তার অভিনীত মুক্তিযুদ্ধের সিনেমা '১৯৭১ সেইসব দিন' মুক্তি পায়।

'একাত্তর করতলে ছিন্নমাথা' নামে নতুন একটি সিনেমায় সর্বশেষ অভিনয় করেছেন অর্ষা। গল্পটি প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এর স্মৃতিকথামূলক গ্রন্থ থেকে নেওয়া।

১৫ বছরের ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়া তিনি ওয়েব সিরিজেও সরব। 'নেটওয়ার্কের বাইরে' নামে দর্শকপ্রিয় ওয়েবসিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

অন্যদিকে, মোস্তাফিজুর নূর ইমরান আলোচিত ওয়েব সিরিজ 'মহানগর' এ অভিনয় করে প্রশংসিত হয়েছেন।