২০২৩ সালে শিরোনামে ছিল যাদের বিয়ের খবর

জাহিদ আকবর
জাহিদ আকবর
24 December 2023, 08:39 AM

চলতি বছর শোবিজের অনেকেরই বিয়ের সানাই বেজেছে। কেউ হঠাৎ বিয়ে করেছেন, কেউ কেউ আবার আগে বিয়ে করলেও এই বছর বিয়ের কথা প্রকাশ করেছেন।

তারকাদের বিয়ের খবর বছরজুড়েই শোবিজের শিরোনামে ছিল। এমন কয়েকজন তারকাশিল্পীর বিয়ের খবর নিয়ে এই লেখা।

তাসনিয়া ফারিণ

freedom_1.jpg

এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বিয়ে করেছেন ২০২৩ সালের ১১ আগস্ট। তার বরের নাম শেখ রেজওয়ান। তিনি দেশের বাইরে একটি প্রতিষ্ঠানে কর্মরত। ২০২৩ সালের ১৪ আগস্ট বিয়ের খবর জানান ফারিণ। সাড়ে ৮ বছরের ভালোবাসা, বন্ধুত্ব ও একসঙ্গে পথচলার পর বিয়ে করেছেন এই অভিনেত্রী।

ইমরান

2.jpg

২০২৩ সালের ২৪ মে বিয়ে করেছেন সংগীতশিল্পী ইমরান। তার স্ত্রীর নাম মেহের আয়াত জেরিন। পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই কণ্ঠশিল্পী। বছরজুড়ে 'সুরমা সুরমা', 'মেঘের নৌকা' গান দুটি নিয়ে আলোচনায় ছিলেন এই কণ্ঠশিল্পী।

জিয়াউল রোশান

street_children.jpg

তিন বছর আগে বিয়ে করলেও ২০২৩ সালের ১০মে বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি। স্ত্রীর নাম তাহসিন এশা। পাঁচ বছর প্রেম করেছেন তারা। ২০২০ সালের ১১ জুন বিয়ে করেন এই দুজন।

ফাতেমা তুয যাহরা ঐশী

3_0.jpg

সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী বিয়ে করেছেন আরেফিন জিলানী সাকিবকে। ২০২৩ সালের ২ জুন রাজধানীর একটি কনভেনশন হলে তাদের বিয়ে সম্পন্ন হয়। আড়াই বছরের পরিচয় ও বন্ধুত্বের পর ২ এপ্রিল আংটি বদল করেন এই দম্পতি। সংগীতশিল্পী পরিচয়ের বাইরে এখন চিকিৎসক। অন্যদিকে আরেফিন জিলানী পড়াশোনা শেষ করে যুক্ত হয়েছেন একটি ওষুধ কোম্পানিতে। পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন তিনি।

অবন্তি সিঁথি

lightning.jpg

১৫ ডিসেম্বর বিয়ের বিয়ের ঘোষণা দেন 'শিসকন্যা' অবন্তি সিঁথি। তার বরের নাম অমিত দে। ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে কাছের মানুষ ও দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। অমিত দে লন্ডনপ্রবাসী, সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন।

সালমান মুক্তাদির

bonucci.jpg

ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির বিয়ে করেছেন ২০২৩ সালের ৩০ এপ্রিল। তার স্ত্রীর নাম দিশা ইসলাম।

চাষী আলম

star-news-thumbnail-yt.jpg

'ব্যাচেলর পয়েন্ট' খ্যাত অভিনয়শিল্পী চাষী আলম ২০২৩ সালের ২৫ আগস্ট  বিয়ে করেন। তার স্ত্রীর নাম তুলতুল। তুলতুল রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

নাভেদ পারভেজ

jenaarel.jpg

'চল নিরালায়', 'সুরমা সুরমা' খ্যাত সুরকার ও সংগীত পরিচালক নাভেদ পারভেজ বিয়ে করেছেন ২০২৩ সালের ১০ মার্চ। ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে ফারহানা হোসেন বিন্তিকে বিয়ে করেছেন তিনি। বিন্তি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স সম্পন্ন করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

আঁচল

rupganj-factory-fire1.jpg

চিত্রনায়িকা আঁচল আঁখি বিয়ে করেছেন সৈয়দ অমি নামের একজন সংগীত শিল্পীকে। ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি তাদের বিয়ে হয়। তিন বছর আগে তারা বিয়ে করলেও ২০২৩ সালের নভেম্বর মাসে বিয়ের কথা জানান।