অপূর্ব’র নাটকে চেন্নাইয়ের অ্যাকশন ডিরেক্টর

By স্টার অনলাইন রিপোর্ট
29 November 2023, 13:20 PM

একটি ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত 'ডার্ক জাস্টিস' নাটকের অ্যাকশন দৃশ্যের জন্য চেন্নাইয়ের অ্যাকশন ডিরেক্টর কাজ করেছেন। সেই অ্যাকশনে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

তপু খানের চিত্রনাট্য ও পরিচালনায় এই নাটকের সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন দেলোয়ার হোসেন দিল। গল্প ভাবনা ও প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না।

নাটকটির পরিচালক তপু খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'কোনো অনলাইন কন্টেন্টের জন্য আগে এত আয়োজন হয়েছে কিনা আমার জানা নেই। দেশের সর্বোচ্চ বাজেটে  নির্মিত হয়েছে এটি। চেন্নাই থেকে ফাইট ডিরেক্টর অ্যকশন দৃশ্যের ডিজাইন করেছে। ক্লাব এলিভেন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে এক্সক্লুসিভ কন্টেন্ট। এটি শুধু তাদের চ্যানেলে দেখা যাবে।'

'আগামী মাসের মাঝামাঝি এটির টিজার, ট্রেলার প্রকাশিত হবে। তারপর চ্যানেলে দেখা যাবে। অপূর্ব ভাই এটাতে কাজ করে অনেক আনন্দিত। দীর্ঘ ৮ বছর পর অপূর্ব ভাই ও ইরফান সাজ্জাদ একসাথে কাজ করছেন। আশা করছি একটা ভালো কিছু হবে,' বলেন তিনি।