তারকাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি ও শাকিল খান

By স্টার অনলাইন রিপোর্ট
28 November 2023, 05:19 AM
UPDATED 28 November 2023, 18:31 PM

তারকাদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন বেশ কয়েকজন তারকা। কিন্তু পেয়েছেন শুধু ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসনে মনোনয়ন পেয়েছেন এই অভিনেতা।

দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্রভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও নায়ক শাকিল খান।

চিত্রনায়িকা মাহিয়া মাহি রাজশাহী-১ তানোর-গোদাগাড়ী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। এরইমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মাহিয়া মাহি বলেন, 'আমি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলাম। তবে দল আমাকে মনোনয়ন দেয়নি। এ জন্য আমার মনে কোনো কষ্ট নেই। তবে আমি স্বতন্ত্রভাবেই নির্বাচনে যাচ্ছি। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করাটা আমারও দায়িত্ব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতেই আমি প্রার্থী হচ্ছি।'

অন্যদিকে এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান বাগেরহাট-৩ আসনের জন্য মনোনয়ন ফরম তুলেছিলেন কিন্তু তিনি মনোনয়ন পাননি। সেই কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান তিনি। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন এই নায়ক।

শাকিল খান বলেন, 'দীর্ঘদিন ধরে আমি বাগেরহাটে সাধারণ মানুষের জন্য কাজ করে আসছি সেই কারণেই এইসব মানুষের প্রতিনিধি হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। দলের বিরুদ্ধে নয়, আমার প্রতিদ্বন্দ্বিতা হবে প্রার্থীর সঙ্গে।'