আজ পরমব্রত-পিয়ার বিয়ে

By স্টার অনলাইন রিপোর্ট
27 November 2023, 07:44 AM
UPDATED 27 November 2023, 15:01 PM

শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হতে চলেছে। বিয়ে করছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও সমাজকর্মী পিয়া চক্রবর্তী।

জি নিউজ জানায়, দুই বছর আগে জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ও তার স্ত্রী পিয়া চক্রবর্তীর বিয়ে বিচ্ছেদ হয়েছিল। এরপর থেকেই পরমব্রত ও পিয়ার প্রেমের গুঞ্জন শোনা যায়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আজ সোমবারই বিয়ের পিঁড়িতে বসছেন পরমব্রত ও পিয়া।

হিন্দুস্তান টাইমস জানায়, অবশেষে ৪৩ বছরের পরমব্রত আজ বিয়ের পিঁড়িতে বসছেন। আজ বিকেলে ঘরোয়া আয়োজনে বিয়ে করবেন পরমব্রত-পিয়া।

Salma Khatun
অনুপম, পিয়া ও পরম; তিনজনই বন্ধু ছিলেন। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। টলিউডের পাশাপাশি কাজ করছেন বলিউডেও।

পরমব্রতর ব্যক্তিগত জীবনে বরাবরই আগ্রহ দর্শকদের, ক্যারিয়ারের শুরু থেকেই একাধিক নারীর সঙ্গে নাম জড়িয়েছে তার। বিদেশিনী চিকিৎসক ইকার সঙ্গে লম্বা সময় সম্পর্কে ছিলেন পরমব্রত, একটা সময় তাদের বিয়ের কথাও শোনা গিয়েছিল। কিন্তু পরে তাদের সম্পর্ক ভেঙে যায়।

অন্যদিকে সংগীতশিল্পী অনুপম রায়ের বিয়ের ভাঙার পেছনেও বারবার পরমব্রতর নাম উঠে আসে। তবে পিয়ার সঙ্গে সম্পর্কের খবরকে 'গুজব' বলে উড়িয়ে দিয়েছিলেন পরমব্রত। প্রকাশ্যে এ নিয়ে বিরক্তিও জানিয়েছিলেন তিনি।