‘শতভাগ নিশ্চিত তৃণমূল পর্যায়ে যাচাই হলে নৌকা থেকে আমি মনোনীত হব’

By স্টার অনলাইন রিপোর্ট
19 November 2023, 10:35 AM
UPDATED 19 November 2023, 21:02 PM

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আগামীকাল সোমবার বিকেলে মনোনয়ন ফরম জমা দেবেন তিনি।

এ বিষয়ে মাহি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগামীকাল বিকেলে আওয়ামী লীগ অফিসে মনোনয়ন ফরম জমা দেবো। আমি শতভাগ নিশ্চিত যদি তৃণমূল পর্যায়ে যাচাই করা হয় তাহলে দল থেকে আমাকে মনোনীত করা হবে। কারণ তৃণমূল পর্যায়ের আগ্রহের কারণেই মনোনয়ন ফরম কিনেছি। এখন দেখা যাক কী হয়।'

এর আগে মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন। কিন্তু সেবার তিনি মনোনীত হননি। 

বেশ কিছুদিন ধরেই মাহিয়া মাহি তৃণমূল পর্যায়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জ ২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল) আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন তিনি।