অষ্টমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরষ্কারের উপস্থাপনায় ফেরদৌস

By স্টার অনলাইন রিপোর্ট
7 November 2023, 08:44 AM
UPDATED 7 November 2023, 16:31 PM

সম্প্রতি ঘোষণা করা হয়েছে ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের নাম। আগামী ১৪ নভেম্বর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিতব্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবার উপস্থাপনা করবেন ফেরদৌস ও পূর্ণিমা।

fersous-purnima.jpg
ফেরদৌস ও পূর্ণিমা। ছবি: সংগৃহীত

এ প্রসঙ্গে ফেরদৌস দ্য ডেইলি স্টারকে বলেন, 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান এই নিয়ে ৮ বার উপস্থাপনা করছি। এবার আমার সঙ্গে উপস্থাপনা করবে পূর্ণিমা। তার সঙ্গে এ নিয়ে ৪ বার জুটি হয়ে উপস্থাপনা করব। এরই মধ্যে আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কী কী করব সেটা নিয়ে কথাবার্তা চলছে। ১৩ নভেম্বর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে চূড়ান্ত মহড়া শেষে পরদিন মঞ্চে উঠব উপস্থাপনার জন্য।'

এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী। 'হাওয়া' সিনেমায় অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন। অন্যদিকে সেরা অভিনেত্রী যৌথভাবে পাচ্ছেন জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু।

যথাক্রমে 'বিউটি সার্কাস' ও 'শিমু' সিনেমায় অভিনয়ের জন্য। আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনয়শিল্পী খসরু ও রোজিনা।