রোশান-অন্বেষার 'ডেডবডি’ সিনেমার শুটিং শুরু

By স্টার অনলাইন রিপোর্ট
10 October 2023, 09:25 AM

আজ থেকে শুরু হয়েছে রোশান-অন্বেষা অভিনীত 'ডেডবডি' সিনেমার শুটিং। দু'দিন আগে সিনেমাটির মহরত হয়েছে বিএফডিসিতে। 

আজ মঙ্গলবার থেকে রোশান দ্য ডেইলি স্টারকে বলেন, 'কয়েক মাস আগে থেকে সিনেমাটির জন্য প্রস্তুতি নিচ্ছি। আগে এই ধরনের চরিত্রে অভিনয় করিনি। সিনেমাটির গল্প, আমার চরিত্রটি একেবারে অন্যরকম। আজ ঢাকার আমিনবাজারে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে। আমি ১৮ অক্টোবর থেকে বান্দরবানের দুর্গম এলাকায় শুটিংয়ে অংশ নেব। আশা করছি এটি খুব ভালো একটি কাজ হবে।'

কলকাতার চিত্রনায়িকা অন্বেষা বলেন, 'কলকাতার একটি প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের এই ছবির পরিচালক ও প্রযোজকের সঙ্গে যোগাযোগ হয়। তারা কলকাতায় এসেছিলেন। গল্পটি শুনেই চরিত্র সম্পর্কে জানার পর এই সিনেমায় অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছি।'

মোহম্মদ ইকবাল পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করবেন ওমর সানী, শ্যামল মওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহানসহ অনেকেই।