যুক্তরাষ্ট্রে নতুন গানে কণ্ঠ দিলেন ইমরান

By স্টার অনলাইন রিপোর্ট
28 September 2023, 15:34 PM
UPDATED 28 September 2023, 23:33 PM

বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে আছেন সংগীতশিল্পী ইমরান। আর এই সফরের মাঝেই লস অ্যাঞ্জেলেসে থাকা শ্রোতাপ্রিয় কম্পোজার ফুয়াদ আল মুক্তাদিরের সুরে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন।

ইমরান বলেন, ‌'ফুয়াদ ভাই আমাদের জন্য নতুন একটি গান তৈরি করছেন। তার স্টুডিওতে গিয়ে গানটিতে কণ্ঠ দিয়েছি। আমার সঙ্গে কনা আপু কণ্ঠ দিয়েছেন গানটিতে। এর আগে ফুয়াদ ভাইয়ের কম্পোজিশনে ''ধোয়া'' গানে কণ্ঠ দিয়েছিলাম। গানটি শ্রোতারা বেশ পছন্দ করেছিলেন। আশা করছি নতুন গানটিও পছন্দ করবে।'

ইমরান বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানকার ১০টি কনসার্টে অংশ নিয়েছেন। আরও ২ টি কনসার্টে অংশ নিয়ে আগামী ৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার।