কলকাতার সিনেমায় অপূর্ব

By স্টার অনলাইন রিপোর্ট
27 September 2023, 05:54 AM
UPDATED 27 September 2023, 12:11 PM

কলকাতার সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করছেন বাংলাদেশের জিয়াউল ফারুক অপূর্ব।

প্রতিম ডি গুপ্ত পরিচালিত থ্রিলার ঘরানার 'চালচিত্র' সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমাটি প্রযোজনা করছেন ফ্রেন্ডস কমিউনিকেশন।

সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, আজ বুধবার থেকে কলকাতায় সিনেমাটি শুটিং শুরু হয়েছে। সিনেমায়তে আরও অভিনয় করছেন টোটা রায় চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, রাইমা সেন, স্বস্তিকা দত্তসহ অনেকেই।

'চালচিত্র' সিনেমাটি একটি থ্রিলার ঘরানার ছবি। কলকাতা পুলিশের গোয়েন্দার শাখার একদল অফিসার, যাদের নেতৃত্বে আছেন দক্ষ অফিসার কণিষ্ক চট্টোপাধ্যায়। যিনি তদন্ত করতে করতে দেখবেন কোথাও গিয়ে যেন ১২ বছর আগের তার কোনো এক পুরনো কেসে গিয়ে মিলিত হচ্ছে। পেশার সঙ্গে সঙ্গে ৪ পুলিশ অফিসারের ব্যক্তিগত জীবনেও উঠবে ঝড়।

বাংলাদেশের সিনেমায় এর আগে অভিনয় করলেও প্রথমবার কলকাতার সিনেমায় দেখা যাবে অপূর্বকে।