এয়ারপোর্ট লুক কার কেমন

By স্টার অনলাইন ডেস্ক
18 September 2023, 07:23 AM
UPDATED 18 September 2023, 18:03 PM

উৎসবের লাল গালিচা, পার্টি কিংবা ধর্মীয়/সামাজিক অনুষ্ঠান— সবখানেই গ্ল্যামারাস লুকের ব্যাপারে অতিরিক্ত সচেতন থাকেন বলিউড তারকারা। পোশাক, জুতা, ব্যাগ, মেক আপ—সবকিছুতেই নিজেকে অন্যদের চেয়ে আলাদা রাখতে চান, থাকতে চান আলোচনায়।

ব্যতিক্রম শুধু এয়ারপোর্ট লুক। ভ্রমণের সময় শুধু ফ্যাশন নয়, পাশাপাশি গুরুত্বপূর্ণ আরামদায়ক পোশাকও। চোখে সানগ্লাস, হাতে ব্যাগ, পরনে ঢিলেঢালা পোশাক, হালকা থেকে নো মেকআপে লুকে বলিউড তারকাদের 'এয়ারপোর্ট লুক' সবসময়ই ভক্তদের আলোচনায় থাকে।

 

অনন্য দীপিকা

অনন্য সব এয়ারপোর্ট লুকের জন্য ব্যাপক প্রশংসিত দীপিকা পাডুকোন। ক্যাজুয়াল কিংবা ফরমাল সব পোশাকেই অনন্য দীপিকা।

wb_report.jpg
এয়ারপোর্ট লুকের জন্য আলোচিত দীপিকা পাডুকোন। ছবি: সংগৃহীত

arrest-logo
এয়ারপোর্টে দীপিকা পাডুকোন। ছবি: সংগৃহীত

 

ওভারসাইজড পোশাকে আনুশকা

বেশিরভাগ সময়ই সাদা-কালো ঢিলেঢালা পোশাকেই এয়ারপোর্টে দেখা যায় আনুশকা শর্মাকে।

aishwarya rai
এয়ারপোর্টে আনুশকা শর্মা। ছবি: সংগৃহীত

london_attack-trump-4.jpg
স্বামী বিরাট কোহলির সঙ্গে এয়ারপোর্টে আনুশকা শর্মা। ছবি: সংগৃহীত

 

শাহরুখ খানের 'লো এফোর্ট'

বলিউড বাদশাহ শাহরুখ খানের এয়ারপোর্ট লুক বেশি আলোচনায় থাকে না। তবে মাঝে মাঝে এলোমেলো অবস্থায় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি।

Track
এয়ারপোর্টে শাহরুখ খান। ছবি: সংগৃহীত

 

এক্ষেত্রেও ব্যতিক্রম রনবীর সিং

রণবীর সিংয়ের প্রতিদিনই যেন মেটগালা। বিচিত্র সব পোশাকে ক্যামেরার সামনে হাজির হন তিনি। এয়ারপোর্টের ক্ষেত্রেও তিনি ব্যতিক্রম নন।

rangamati-attack.jpg
এয়ারপোর্টে রণবীর সিং। ছবি: সংগৃহীত

 

ভারতীয় পোশাককে প্রাধান্য কঙ্গনার

সালোয়ার কামিজ কিংবা শাড়ির সঙ্গে বুট। কঙ্গনা রনৌতের এয়ারপোর্ট লুক ভক্তদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

lpg_gas.jpg
এয়ারপোর্টে কঙ্গনা রনৌত। ছবি: সংগৃহীত

 

সোয়েট শার্টে কার্তিক

বেশিরভাগ সময়ই সোয়েট শার্টে এয়ারপোর্টে হাজির হন কার্তিক আরিয়ান।

cpd
এয়ারপোর্টে কার্তিক আরিয়ান। ছবি: সংগৃহীত

 

আরামদায়ক পোশাককে প্রাধান্য আলিয়ার

ভ্রমণের পোশাকের ক্ষেত্রে সবসময় আরামকেই প্রাধান্য দেন আলিয়া।

sumitra_1.jpg
এয়ারপোর্টে আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

download (4).jpg
স্বামী রণবীর কাপুরে সঙ্গে এয়ারপোর্টে আলিয়া। ছবি: সংগৃহীত

 

কিয়ারার নো মেকআপ লুক

এয়ারপোর্টে পাপারাজ্জিদের এড়িয়ে চলেন কিয়ারা আদভানি। তবে তার সাদামাটা, নো মেকআপ লুক পছন্দ করেন অনেকেই।  

Alamgir
স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে এয়ারপোর্টে কিয়ারা আদভানি (বামে)। সাদামাটা 'এয়ারপোর্ট লুক' (ডানে)। ছবি: সংগৃহীত

 

সাদামাটা জানভি

এয়ারপোর্টে একেবারেই সাদামাটা পোশাকে হাজির হন জানভী কাপুর।

narayanganj map
এয়ারপোর্টে জানভী কাপুর। ছবি: সংগৃহীত

 

ফ্যাশন আইকন কারিনা

এয়ারপোর্ট লুকেও ফ্যাশন আইকন কারিনা কাপুর খান। প্রায়শই তাকে পরিবারসহ এয়ারপোর্টে দেখা যায়।

cyclone_mora.jpg