২৩ সেপ্টেম্বর আয়মান-মুনজেরিনের বিয়ের অনুষ্ঠান

By স্টার অনলাইন রিপোর্ট
13 September 2023, 07:13 AM
UPDATED 13 September 2023, 14:03 PM

টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক এবং লেখক, বক্তা, জনপ্রিয় ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদ বিয়ে করছেন।

তাদের ঘনিষ্ঠ কয়েকজনের সূত্রে জানা গেছে, আগামী ২৩ সেপ্টেম্বর তাদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

buttler
চ্যানেল আইয়ের অনুষ্ঠানে আয়মান সাদিক ও মুনজেরিন শহীদের আলাপ। ছবি: ভিডিও থেকে নেওয়া

তবে তাদের দুজনের কেউই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

hasina-modi
মুনজেরিন শহীদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ। তাদের বিয়ের খবর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, ভক্তরা তাদেরকে শুভেচ্ছা-শুভকামনা জানিয়েছেন।

lenova
আয়মান সাদিক। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বেশকিছু ধরেই তাদের দুজনের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন চলছিল।

আয়মান সাদিক ২০১৫ সালে টেন মিনিট স্কুল প্রতিষ্ঠা করেন। এটি বাংলাদেশের বৃহত্তম অনলাইন লার্নিং প্ল্যাটফরম। মুনজেরিন শহীদ প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের প্রধান ও ইংরেজি প্রশিক্ষক হিসাবে কাজ করছেন।