মুজিব বায়োপিকে টিক্কা খানের লুকে জায়েদ খান

By স্টার অনলাইন রিপোর্ট
12 September 2023, 08:50 AM
UPDATED 12 September 2023, 16:05 PM

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক 'মুজিব'। সিনেমায় টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক জায়েদ খান।

তার অভিনীত টিক্কা খানের লুক প্রকাশ্যে এসেছে।

এ প্রসঙ্গে জায়েদ খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই সিনেমায় টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছি। "মুজিব" বায়োপিক একটি স্বপ্নের প্রজেক্ট। সেই স্বপ্নের অংশ হতে পেরেছি, এটা আমার জন্য অনেক আনন্দের।'

ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, খালেদা জিয়ার চরিত্রে এলিনা শাম্মীসহ আরও অনেকে অভিনয় করেছেন।