দীর্ঘ বিরতি শেষে ফিরছেন মাহিয়া মাহি

By স্টার অনলাইন রিপোর্ট
12 September 2023, 06:23 AM
UPDATED 12 September 2023, 12:32 PM

দীর্ঘ দিন নতুন কোনো সিনেমায় নেই চিত্রনায়িকা মাহিয়া মাহি। শেষবার তাকে দেখা গিয়েছিল বদিউল আলম খোকন পরিচালিত 'অফিসার ইনচার্জ' সিনেমার শুটিংয়ে।

দীর্ঘ বিরতি শেষে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 'ডার্ক ওয়ার্ল্ড' সিনেমা দিয়ে আবার শুটিংয়ে ফিরছেন এই নায়িকা। আগামী অক্টোবর থেকে আবার শুটিংয়ে ফিরবেন তিনি।

এ বিষয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, 'বেশ অনেক দিন পর শুটিংয়ে ফিরবো। একটু অন্যরকম লাগছে। আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে। এর মধ্যেই নিজেকে প্রস্তুত করে নেবো। সিনেমাটির গল্প দারুণ। গল্পটি আবর্তিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে দেয় এমন একটি প্রতারণা চক্রকে কেন্দ্র করে। তাদের নির্মূলের অভিযান নিয়েই গল্প। এখানে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে আমাকে।'

সিনেমায় মাহির পাশাপাশি মুন্না খান, মিশা সওদাগরসহ আরও অনেককে দেখা যাবে।