‘জাওয়ান’ সিনেমার কারণে আবার পেছাল ‘অন্তর্জাল’ মুক্তি

By স্টার অনলাইন রিপোর্ট
3 September 2023, 07:22 AM
UPDATED 3 September 2023, 14:35 PM

এর আগে দুবার সিনেমার মুক্তি পিছিয়েছিল। আগামী ৮ সেপ্টেম্বর মুক্তির কথা থাকলেও আবার মুক্তি তারিখ পেছাল দীপংকর দীপন পরিচালিত 'অন্তর্জাল' সিনেমার।

একইদিনে বাংলাদেশে বলিউডের সিনেমা 'জাওয়ান' মুক্তির কারণে সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করছে।

সিনেমাটি নতুন মুক্তির তারিখ ২২ সেপ্টেম্বর।

বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার 'অন্তর্জাল' সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামালসহ আরও অনেকে।

আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বের সঙ্গে একযোগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে বলিউড বাদশা শাহরুখ খানের তুমুল আলোচিত সিনেমা 'জাওয়ান'। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটির ব্যাপক চাহিদা থাকায় মুক্তি স্থগিত করেছে 'অন্তর্জাল' সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও।