গল্পটি লং ডিসটেন্স রিলেশনশিপের, আমার জীবনের সঙ্গে মিলে যায়: তাসনিয়া ফারিণ

By স্টার অনলাইন রিপোর্ট
26 August 2023, 10:32 AM
UPDATED 26 August 2023, 17:19 PM

নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করেছেন চরকি অরিজিনাল সিনেমা 'কাছের মানুষ দূরে থুইয়া'। এই সিনেমায় শুটিংয়ের জন্য বিয়ের পর পরই বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় গিয়েছেন তাসনিয়া ফারিণ।

চরকির 'মিনিস্ট্রি অব লাভ' প্রকল্পের আওতায় সিনেমাটি নির্মিত হচ্ছে। গত ৩ আগস্ট ভিন্নধর্মী শপথ গ্রহণের এক জমকালো অনুষ্ঠানে এই সিনেমার ঘোষণা ঘোষণা দেয় চরকি। 'মিনিস্ট্রি অব লাভ' প্রকল্পে ১২ জন জনপ্রিয় নির্মাতা ১২টি ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানাচ্ছেন। এই পুরো প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে আছেন পরিচালক, চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী।

'কাছের মানুষ দূরে থুইয়া' সিনেমা সম্পর্কে নির্মাতা শিহাব শাহীন বলেন, 'জীবনে অসংখ্য প্রেমের গল্প বানিয়েছি। কিন্তু এবারের প্রেমের গল্প বলতে গিয়ে নতুন কিছু অনুভূতি হয়েছে। এটা একদম নতুন গল্প। যদিও প্রতিটি কাজেই নতুন কিছু অভিজ্ঞতা হয়। দূরত্ব ভালোবাসার ওপর কীভাবে স্ট্রেস দেয়, কীভাবে সম্পর্কের টানাপোড়ন তৈরি করে তা এই সিনেমায় থাকবে। যারা প্রবাসে থাকেন তারা এটা ভালো ধরতে পারবেন। এটা একটা স্পর্শের গল্প।'

তাসনিয়া ফারিণ বলেন, 'এই সিনেমার গল্প আমার জীবনের সাথে অনেকখানি মিলে যায়। আমার আর আমার হাসবেন্ডের লং ডিসটেন্স রিলেশন ছিল। তাই নিজের সঙ্গে কানেক্ট করে কাজ করতে ভালো হয়েছে। সিনেমায় আমার চরিত্রের নাম শারমিন। সে অতীতের সম্পর্কে নিয়ে বেশ ঝামেলায় পরেছিল। তবে ফারহানের সঙ্গে দেখা হওয়ার পর দারুণ কিছু হয়।'