অস্ট্রেলিয়ায় ‘প্রহেলিকা’ দেখে মুগ্ধ শাবনূর

By স্টার অনলাইন রিপোর্ট
14 August 2023, 08:12 AM
UPDATED 14 August 2023, 15:46 PM

ঢালিউডের একসময়ের সাড়া জাগানো নায়িকা শাবনূর দীর্ঘ দিন ধরে অস্ট্রেলিয়ায় থাকছেন। দূরে থাকলেও নিয়মিত দেশের সিনেমা দেখছেন, চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের খোঁজখবর রাখছেন।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চয়নিকা চৌধুরী পরিচালিত 'প্রহেলিকা' সিনেমা দেখার পর মুগ্ধতা জানালেন শাবনূর।

পুত্র আইজানকে নিয়ে সিনেমাহলে 'প্রহেলিকা' দেখেছেন তিনি। সিনেমা দেখতে গিয়ে মাহফুজ আহমেদের সাথেও দেখা হয়েছে তার।

শাবনূর বলেন, 'টিকেট পাচ্ছিলাম না। অবশেষে পেয়েছি। ছেলে আইজানকে নিয়ে  এক চেয়ারে বসে সিনেমা দেখেছি।'

'প্রহেলিকা দেখে দারুণ লেগেছে। ভীষণ ভালো সিনেমা হয়েছে। সবসময় একইরকম সিনেমা দেখি। কিন্তু এটা ব্যতিক্রম,' বলেন তিনি।

মাহফুজ আহমেদকে নিয়ে শাবনূর বলেন, 'অসাধারণ অভিনয় করেছে। এমন ছবিই উপহার দাও। মাহফুজ এতদিন পর এসে দেখিয়ে দিয়েছে। গেটআপটাও দারুণ।'

দর্শকদের উদ্দেশে তিনি বলেন, 'দর্শকদের বলব, বন্ধুদের বলব আপনারা ভালো সিনেমার সাথে থাকুন।'

মাহফুজ আহমেদ বলেন, 'শাবনূর 'প্রহেলিকা' দেখতে এসেছে এটা বড় বিষয়। ছেলেকে নিয়ে আসার জন্য আরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি তাকে।'

'শাবনূরের সঙ্গে যখন অভিনয় করতাম অবাক হয়ে তাকিয়ে থাকতাম। এখনও তাকিয়ে আছি,' বলেন তিনি।

উল্লেখ্য, শাবনূর ও মাহফুজ আহমেদ জুটি 'কপাল', 'বাংলা' ও 'চার সতীনের ঘর' সিনেমায় অভিনয় করেছেন।