কলকাতার ‘গণদেবতা’ ওয়েব সিরিজে চঞ্চল

By স্টার অনলাইন রিপোর্ট
15 July 2023, 09:38 AM
UPDATED 15 July 2023, 18:03 PM

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে পিরিয়ড ড্রামা 'গণদেবতা' শিরোনামে ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন কমলেশ্বর মুখোপাধ্যায়।

যেখানে দেবু পণ্ডিতের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। সিরিজে দুর্গার চরিত্রে দেখা যাবে অরুণিমা ঘোষকে।

পরিচালক কমলেশ্বর জানিয়েছেন, 'চিত্রনাট্য এখনও চূড়ান্ত না হলেও, অনেকটাই কাজ এগিয়েছে। সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। চঞ্চল চৌধুরীকে এই চরিত্রটিতে ভালো মানাবে। এমন অভিনেতা ছাড়া এই চরিত্র করা সম্ভব নয়।'

চল্লিশের দশকের গোড়ায় প্রকাশিত 'গণদেবতা' ব্রিটিশ রাজ, সেই সময়ের গ্রামবাংলার পরিস্থিতি, শিল্পব্যবস্থার কথা তুলে ধরেছিল। পরে তারাশঙ্করের লেখা 'পঞ্চগ্রাম' উপন্যাসটিকে 'গণদেবতা'র অংশ হিসেবে ধরা হয়। এই দুই উপন্যাস নিয়েই ওয়েব সিরিজ হওয়ার কথা রয়েছে।