হানিফ সংকেতের ঈদের নাটক আজ রাতে

By স্টার অনলাইন রিপোর্ট
29 June 2023, 10:03 AM
UPDATED 29 June 2023, 17:14 PM

আজ ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে খ্যাতিমান নির্মাতা হানিফ সংকেত পরিচালিত নাটক 'ভুল বোঝা আর ভুলের বোঝা'।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সজল, সারিকা সাবরিন, শতাব্দী ওয়াদুদ। সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীত আয়োজনের পাশাপাশি সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ।

হানিফ সংকেতের প্রতিটি নাটকেই থাকে চমৎকার সামাজিক বক্তব্য। যে কারণে পরিবার নিয়ে দর্শকরা তার নাটক দারুণ উপভোগ করেন।

গল্পের প্রয়োজনে এবার সম্পূর্ণ নাটকটি কক্সবাজারে ধারণ করা হয়েছে। নাটকটির গল্প ২ তরুণ-তরুণীর ঝগড়া-বিবাদ, মান-অভিমান, রাগ-অনুরাগ নিয়ে।