বন্ধু হিসেবে মৌ তুলনাহীন: তানভীন সুইটি

শাহ আলম সাজু
শাহ আলম সাজু
21 June 2023, 15:59 PM
UPDATED 21 June 2023, 23:13 PM

দেশের নারী মডেলদের মধ্যে এখনো শীর্ষে সাদিয়া ইসলাম মৌ। মডেলিংয়ে তার উত্থান নব্বই দশকে। তারপর টেলিভিশন নাটকে অভিনয় করে সাড়া ফেলেন। নৃত্যশিল্পী হিসেবেও তিনি সুনাম অর্জন করেছেন।

আজ ২১ জুন সাদিয়া ইসলাম মৌয়ের জন্মদিন। তাকে নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন মডেল, অভিনেত্রী এবং মৌয়ের দীর্ঘ দিনের বন্ধু তানভীন সুইটি।

তিনি বলেন, 'মৌ আমার ভালো বন্ধু, অসম্ভব প্রিয় একজন মানুষও। বন্ধু হিসেবে মৌ তুলনাহীন। সে এতটাই সুন্দর মনের মানুষ যে সেগুলো বলে শেষ করা যাবে না।'

তিনি আরও বলেন, 'মৌয়ের সঙ্গে কখনো আমার মান-অভিমান হয়নি। আমাদের সম্পর্ক শুধুই ভালোবাসা ও মায়ার।'

স্মৃতিচারণ করে সুইট বলেন, 'নব্বই দশকে আমাদের পরিচয়। শুরুতে আমরা র‌্যাম্পে কাজ করতাম। মৌ, পল্লব, ফয়সাল, নোবেল, আমিসহ বেশ কজন সেই সময়ে মডেলিং শুরু করি। তারপর সবার সঙ্গে আমার দারুণ একটা সম্পর্ক গড়ে উঠে। মৌয়ের সঙ্গে ঘনিষ্ঠতা হতে বেশি সময় লাগেনি। আজও আমাদের বন্ধুত্ব ও ভালোবাসা সেই আগের মতোই আছে এবং এটা থাকবে।'

'আজও নব্বই দশকের মডেলিং করার দিনগুলো চোখে ভাসে। কীভাবে যেন একগুলো বছর কেটে গেল। সেই তারুণ্য, সেই উচ্ছ্বাস চোখে ভাসে। এ দেশের মডেলিংয়ে আমরা একটা চমৎকার সময় পার করেছি। যেখানে মৌয়ের অবদান অনেক।'

মৌয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় জানিয়ে তিনি বলেন, 'এখন হয়ত প্রতিদিন দেখা হয় না, কিন্তু ফোনে যোগাযোগ হয় নিয়মিত। এখনকার সম্পর্কটা পারিবারিক। মৌ তার ২ সন্তান ও স্বামীকে নিয়ে খুব ভালো আছে। কখনো ওর বাসায় আড্ডা দিতে যাই, আবার কখনো আমার বাসায় আড্ডা হয়। আমরা সুন্দর সময় পার করি।'

শিল্পী পরিচয়ের বাইরে মৌ ভীষণ ভালো মানুষ উল্লেখ করে সুইটি বলেন, 'সংসারের প্রতি ওর টান অনেক। আবার শিল্পের প্রতিও দায়বদ্ধতা প্রচণ্ড। এখনো সে বেছে বেছে কাজ করে এবং কাজের মান ধরে রাখে। তার ব্যক্তিত্ব চোখে পড়ার মতো। তার রুচি প্রশংসা করার মতো।'

'মৌ আমার বন্ধু, এটা আমাকে আনন্দ দেয়। সবসময় তার জন্য প্রার্থনা করি। আজ তার জন্মদিনে অনেক অনেক ভালোবাসা। এভাবেই মৌ সব দর্শকদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকুক বহুকাল। তার মঙ্গলময় জীবন প্রত্যাশা করি।'

মৌয়ের উদ্দেশ্যে তিনি বলেন, 'জন্মদিনে ভালোবাসা বন্ধু। সবসময় এভাবেই ভালো থাকিস, সুন্দর থাকিস, এটাই চাওয়া।'