শাকিবের ‘প্রিয়তমা’র রহস্যময় ফার্স্ট লুক

By স্টার অনলাইন রিপোর্ট
17 June 2023, 13:52 PM
UPDATED 17 June 2023, 21:12 PM

আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খানের সিনেমা 'প্রিয়তমা'র ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। ৩০ সেকেন্ডের ফার্স্ট লুকে দেখা গেছে লম্বা চুল, মুখ ঢাকা কাপড়, পরনে জিন্স জ্যাকেট শাকিব খান চাকু ছুঁড়ে মারছেন।

বেশ রহস্যময় একটি লুকেই দেখা দিলেন তিনি।

শাকিব খানের ভক্তদের মনে এই স্বল্পদৈর্ঘ্যের লুকটি রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।

ইতোমধ্যে 'প্রিয়তমা' সিনেমার শুটিং শেষ হয়েছে। সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের তুঙ্গে রয়েছে সিনেমাটি।

'প্রিয়তমা' আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের সিনেমা। এর কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

শাকিব ছাড়াও আরও অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেক।