৪০০ নৃত্যশিল্পীকে নিয়ে নুসরাত ফারিয়ার আইটেম সং

By স্টার অনলাইন রিপোর্ট
10 June 2023, 12:15 PM
UPDATED 10 June 2023, 19:33 PM

আসন্ন ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা রায়হান রাফীর 'সুড়ঙ্গ' সিনেমার আইটেম গানে নেচেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। আইটেম গানের এক ঝলক শেয়ার করেছেন এই নায়িকা। সেখানে দেখা মিলেছে 'সুড়ঙ্গ'র নায়ক আফরান নিশোর।

গানের শিরোনাম 'ও টাকা তুই আমার কলিজা আর জান'। গানটির কথা  লিখেছেন রাসেল মাহমুদ। সুর ও সংগীত করেছেন আরাফাত মহসিন। গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা। 

untitled_design_-_2023-06-10t181952.966.jpg
‘সুড়ঙ্গ’ সিনেমার আইটেম গানে অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, 'আইটেম গানে পারফর্ম করার প্রস্তাব দেওয়ার পর ২ সপ্তাহ সময় নেন নুসরাত ফারিয়া। এরপর তিনি কাজটি করতে সম্মতি দেন। গানটি আগামী ১২ জুন প্রকাশ পাবে। আইটেম গানটিতে ফারিয়ার সঙ্গে প্রায় ৪০০ নৃত্যশিল্পী অংশ নিয়েছেন।'

'সুড়ঙ্গ' সিনেমায় আফরান নিশোর বিপরীতে নায়িকা হিসেবে আছেন তমা মির্জা। ছবিটির চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা।