আসছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ যাচ্ছে ‘কসাই’

By স্টার অনলাইন রিপোর্ট
31 May 2023, 13:54 PM
UPDATED 31 May 2023, 20:14 PM

সালমান খান অভিনীত 'কিসি কা ভাই কিসি কি জান' সিনেমাটি বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স সিনেমাটি আমদানি করার অনুমতি চেয়ে তথ্য মন্ত্রণালয়ে আবেদনপত্র জমা দিয়েছিল। আজ বুধবার সিনেমাটি বাংলাদেশে আমদানির অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

আমদানিকারক প্রতিষ্ঠান দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, 'কিসি কা ভাই কিসি কি জান' সিনেমা আমদানির বিপরীতে বাংলাদেশ থেকে অনন্য মামুন পরিচালিত 'কসাই' সিনেমাটি ভারতে যাবে।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দিয়েছে সরকার। বছরে সর্বোচ্চ ১০টি সিনেমা আমদানি করা যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এরই ধারাবাহিকতায় 'পাঠান' সিনেমার পর সালমান খান অভিনীত 'কিসি কা ভাই কিসি কি জান' সিনেমাটি বাংলাদেশে আসছে।

ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমায় বলিউড সুপারস্টার সালমান খান ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং।

সিনেমাটিতে আরআরআর তারকা রামচরণকে একটি বিশেষ ক্যামিও ভূমিকায় দেখা যাবে।