অপূর্বর বিপরীতে নবাগত অভিনেত্রী

By স্টার অনলাইন রিপোর্ট
13 March 2023, 15:24 PM
UPDATED 13 March 2023, 21:39 PM

আসছে ঈদের জন্য নতুন একটি নাটকে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। নাটকে তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন নবাগত অভিনয়শিল্পী তানজিম সাইয়ারা তটিনী। 

নাটকটির নাম 'এসো হাতটা বাড়াও'। গোলাম সারোয়ার অনিকের গল্পে নাটকটি পরিচালনা করেছেন মেহেদি হাসান জনি। 

এ বিষয়ে অপূর্ব বলেন, 'নাটকের গল্পটা সুন্দর, একেবারে প্রেমের নাটক বলতে যা বোঝায় তেমন। প্রেমের নাটক হলেও কিছু মজার দৃশ্য রয়েছে যেগুলা দর্শকরা পছন্দ করবেন। আর তটিনীর সঙ্গে এটাই প্রথম কাজ। দেখেও মনে হয়েছে কাজের প্রতি ওর বেশ ভালোলাগা রয়েছে।' 

এদিকে, সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পাওয়া অপূর্ব অভিনীত ওয়েব সিরিজ 'বুকের মধ্যে আগুন' দর্শকদের মধ্যে বেশ আলোচিত হয়েছে।