সাবিনা ইয়াসমিন এখন ভালো আছেন, জানালেন তার মেয়ে

By স্টার অনলাইন রিপোর্ট
31 January 2025, 16:41 PM
UPDATED 1 February 2025, 00:38 AM

বরেণ্য কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এখন ভালো আছেন বলে জানিয়েছেন তার মেয়ে ইয়াসমিন ফায়রুজ বাঁধন।

আজ শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গান গাইছিলেন সাবিনা ইয়াসমিন।

এইচএসবিসি আয়োজিত 'আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকবো' অনুষ্ঠানে গান গাওয়ার সময় রাত ৮টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়।

বাঁধন দ্য ডেইলি স্টারকে বলেন, 'মায়ের সঙ্গে কথা হয়েছে। এখন ভালো আছেন মা। চিকিৎসা শেষে বাসায় নেওয়া হবে।'

'স্টেজে গান গাওয়ার সময় হঠাৎ করে মায়ের মাথায় হালকা পেইন শুরু হয়। তখনই মাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মায়ের চিকিৎসা চলছে,' বলেন বাঁধন।