হইচইয়ের ওয়েবসিরিজে জয়া, মেহজাবীন, পরীমনি, অপূর্ব

By স্টার অনলাইন রিপোর্ট
26 March 2024, 11:41 AM
UPDATED 27 March 2024, 09:43 AM

'গল্পের নতুন অধ্যায়' শিরোনামে নতুন সিজনে হাজির হতে যাচ্ছে ভারতের ওটিটি প্লাটফর্ম হইচই। 

এই সিজনে নতুন ছয়টি সিরিজের ঘোষণা এসেছে। সিরিজগুলোতে কলকাতা ও বাংলাদেশের শিল্পীরা অভিনয় করবেন। 

এবারই প্রথম হইচইতে দেখা যাবে জয়া আহসান ও পরীমনি অভিনীত ওয়েবসিরিজ। 

এর মধ্যে 'জিম্মি' ওয়েব সিরিজে দেখা যাবে খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসানকে। এটি নির্মাণ করবেন 'আশফাক নিপুণ। 

মেহজাবীন চৌধুরী অভিনয় করবেন 'মিথ্যাবাদী' সিরিজে, যেটি নির্মাণ করবেন ভিকি জাহেদ। 

অনম বিশ্বাসের পরিচালনায় 'রঙিলা কিতাব' ওয়েবসিরিজে থাকছেন চিত্রনায়িকা পরীমনি।

'বুকের মধ্যে আগুন' সিরিজের গোলাম মামুন চরিত্রটি নিয়ে নির্মিত হচ্ছে স্পিন অব সিরিজ। এখানে গোলাম মামুন চরিত্রে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব। সিরিজটি নির্মাণ করবেন শিহাব শাহীন। 

নতুন সিরিজ 'রুমি' নিয়ে ফিরছেন চঞ্চল চৌধুরী। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। ঈদে মুক্তি পেতে পারে সিরিজটি।

মোশাররফ করিম অভিনয় করছেন অমিতাভ রেজা পরিচালিত 'বোহেমিয়ান ঘোড়া' ওয়েবসিরিজে।