৩০০ কর্মকর্তার লকার তল্লাশি করতে বাংলাদেশ ব্যাংকে দুদক

By স্টার বিজনেস রিপোর্ট
9 February 2025, 09:27 AM
UPDATED 9 February 2025, 15:38 PM

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল চলমান দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে লকার পরিদর্শন ও খুলতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় গেছে।

দুদকের পরিচালক সায়েমুজ্জামানের নেতৃত্বে আট সদস্যের দলটি আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তল্লাশি চালানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছায়।

সূত্র বলছে, কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৩০০ প্রাক্তন ও বর্তমান উচ্চপদস্থ কর্মকর্তা এই লকারগুলোতে সম্পদ ও মূল্যবান নথিপত্র জমা রেখেছেন। তাদের মধ্যে কয়েকজন অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

কর্তৃপক্ষ মনে করছে, লকারের ভিতরে অপ্রদর্শিত সম্পদ বা এ সম্পর্কিত নথি লুকানো থাকতে পারে।

ঢাকা জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকারগুলো খোলা হবে এবং বিস্তারিত তালিকা করা হবে।

সূত্র জানায়, কর্মকর্তাদের জ্ঞাত আয়ের উৎসের বাইরে কোনো সম্পদ পাওয়া গেলে আরও তদন্ত করা হবে।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম ও দুর্নীতি রোধে দুদক এই উদ্যোগ নিয়েছে।