আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার

By স্টার বিজনেস রিপোর্ট
12 November 2024, 13:13 PM
UPDATED 12 November 2024, 20:53 PM

আমদানি বিল দেড় বিলিয়ন ডলার পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ১৮ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য জানিয়েছে।

গত শনিবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মাধ্যমে সেপ্টেম্বর ও অক্টোবরের আমদানি বিল পরিশোধ করে সরকার।

তেহরানভিত্তিক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মাধ্যমে ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে লেনদেন হয়ে থাকে।

এর আওতায় বাংলাদেশ প্রতি দুই মাস পর পর আমদানি বিল পরিশোধ করে।

আইএমএফের হিসাব পদ্ধতি এবারের বিল পরিশোধের আগে অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের প্রচলিত হিসাব অনুযায়ী, বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৪ দশমিক ১৯ বিলিয়ন ডলার।