ব্যাংকিং খাত সংস্কারে বিশ্বব্যাংক সহায়তা করবে: অর্থ উপদেষ্টা

ইউএনবি
ইউএনবি
19 September 2024, 08:34 AM
UPDATED 19 September 2024, 14:38 PM

বাংলাদেশের ব্যাংকিং খাতে সংস্কারসহ আরও কয়েকটি ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, 'আমরা ব্যাংকিং সেক্টরে যে রিফর্ম করেছি, এক্সপোর্ট ও প্রমোশনে বিশ্বব্যাংক আমাদের সহায়তা করবে। তারা আমাদের সংস্কারে সহায়তা করবে এবং আমরা সহায়তা পাব।'

বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো ও ব্যবসা-বাণিজ্যের সমস্যাগুলো নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

উপদেষ্টা জানান, বিভিন্ন প্রকল্প নিয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ও তার টিমের সঙ্গে কথা হয়েছে। বাজেট সহায়তা, জ্বালানি খাতে সহযোগিতা, সার আমদানি, খাদ্য, বন্যা-পরবর্তী সহযোগিতা নিয়ে কথা হয়েছে।

এ ছাড়া, রোহিঙ্গা বিষয়ে সহায়তা নিয়েও কথা হয়েছে বলে জানান সালেহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, 'আমরা যেসব প্রস্তাবনা দিয়েছি সবগুলোর ব্যাপারেই তারা খুবই ইতিবাচক এবং মোটামুটি কনক্রিট। বিশ্বব্যাংকের সঙ্গে অন্যান্যরাও সমন্বয় করবে। তহবিল ও অন্যান্য ব্যাপারে তাদের কার্পণ্য থাকবে না।'