কালো টাকা সাদা করার বিধান বাতিল করেছে এনবিআর

By স্টার অনলাইন রিপোর্ট
2 September 2024, 14:28 PM

১৫ শতাংশ কর প্রদানের মাধ্যমে কালো টাকা সাদা করার বিধান বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।

গত ২৯ আগস্ট দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের এই বিধানটি বাতিলের তথ্য জানান। এরপরই এনবিআর বিধানটি বাতিল করল।

এই বিধান থাকার ফলে করদাতাদের সম্পদের উৎস সম্পর্কে কোনো প্রশ্নের সম্মুখীন না হয়েই অঘোষিত আয়কে বৈধতা দেওয়া যেত। তবে, তাদের নগদসহ মোট সম্পদের ওপর ১৫ শতাংশ কর দিতে হতো।

ওই বিধানটির তীব্র সমালোচনা করেছিল অর্থনীতিবিদ ও বিভিন্ন বাণিজ্য সংস্থাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।