এস আলমের চেয়ারম্যান ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব

By স্টার বিজনেস রিপোর্ট
23 August 2024, 05:41 AM

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভীন এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ও অন্যান্য হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে তাদের নামে, যৌথ নামে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানেরর নামে থাকা ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

গতকাল রাতে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বিএফআইইউ।

এছাড়া তাদের নামে কোনো লকার বা সঞ্চয়পত্রের তথ্য থাকলে তা-ও জানাতে বলা হয়েছে।