সেরা করদাতা কাউছ মিয়া মারা গেছেন

By স্টার বিজনেস রিপোর্ট
25 June 2024, 05:17 AM
UPDATED 25 June 2024, 11:33 AM

গত বেশ কয়েক বছর ধরে দেশের সেরা করদাতা জর্দা ব্যবসায়ী মো. কাউছ মিয়া মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর।

আজ মঙ্গলবার সকালে কাউছ মিয়ার নাতি আনোয়ার সাদাত টেলিফোনে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'হাকিমপুরী জর্দা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কাউছ মিয়া দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।'

আনোয়ার সাদাত জানান, কাউছ মিয়ার জানাজার নামাজ রাজধানীর আরমানীটোলা খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এরপর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

কাউছ মিয়া ২০১০-১১ অর্থবছর থেকে 'ব্যবসায়ী' ক্যাটাগরিতে দেশের সেরা করদাতার তালিকায় জায়গা করে নিয়েছেন। গত অর্থবছরেও এই ক্যাটাগরিতে তিনি সেরা করদাতা হয়েছিলেন।

কাউছ কেমিক্যাল ওয়ার্কের স্বত্বাধিকারী কাউছ মিয়া কর দিচ্ছেন ১৯৫৮ সাল থেকে। অনেক সময়ই তিনি নির্ধারিত হারের চেয়ে বেশি কর পরিশোধ করেছেন যাতে এনবিআর তার ব্যাপারে প্রশ্ন তুলতে না পারে। এতে যেমন তার ব্যবসার সুনাম বেড়েছে তেমনি পরিবারের ভাবমূর্তিও স্বচ্ছ হয়েছে।

২০২১ সালে এক সাক্ষাৎকারে কাউছ মিয়া বলেছিলেন, তিনি দায়িত্ববোধ থেকে কর দেন, আইনি বাধ্যবাধকতা থেকে নয়।

কর দেওয়ার বিষয়ে তার ভাষ্য, 'আমি মুনাফা করি তাই কর দেই। কর ফাঁকি দিয়ে কেউ ধনী হতে পারে না। কেউ ফাঁকি দিলে তিনি ভুল করছেন। মুনাফা করলে কর দেওয়া ভালো ব্যাপার।'

১৯৩১ সালে চাঁদপুরে জন্ম নেওয়া কাউছ মিয়ার পূর্বপুরুষেরা ছিলেন ত্রিপুরার বাসিন্দা। বাবা চেয়েছিলেন ছেলেকে উচ্চশিক্ষিত করতে। কিন্তু কাউছ মিয়ার ধ্যান-জ্ঞ্যানে ছিল ব্যবসা।