৮ মাসে সর্বোচ্চ রেমিট্যান্স ফেব্রুয়ারিতে ২.১৬ বিলিয়ন ডলার

By স্টার বিজনেস রিপোর্ট
3 March 2024, 12:53 PM
UPDATED 20 April 2024, 02:53 AM

গত ফেব্রুয়ারি মাসে দেশে ২ দশমিক ১৬ বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় ৩৯ শতাংশ রেমিট্যান্স বেশি এসেছে ফেব্রুয়ারিতে।

গত বছরের জুলাইয়ের পর থেকে গত আট মাসে এক মাসে আসা এটাই সর্বোচ্চ রেমিট্যান্স।

গত বছরের জুনে দেশে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার।

২০২৩ সালে বিদেশে গেছেন রেকর্ড ১৩ লাখ ৫ হাজার কর্মী। তার আগের বছর ১১ লাখ ২৫ হাজার কর্মী বিদেশে যান।

প্রবাসী কর্মীর সংখ্যা বৃদ্ধি এবং এ বছর লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হওয়ায় রেমিট্যান্স প্রবাহ আগে বছরের একই সময়ের তুলনায় বেশি হয়েছে বলে মনে করা হচ্ছে।