কোনো সমস্যা রাতারাতি সমাধান হবে না, সময় দিতে হবে: নতুন অর্থমন্ত্রী

By স্টার বিজনেস রিপোর্ট
14 January 2024, 09:24 AM

দেশের নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে, সেটা মোকাবিলায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এসব বলেন সদ্য অর্থমন্ত্রী দায়িত্ব পাওয়া আবুল হাসান মাহমুদ আলী।

তিনি বলেন, সমস্যা সমাধানে অবশ্যই কাজ করব। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন হবে। কোনো সমস্যা রাতারাতি সমাধান হবে না। এ জন্য সময় দিতে হবে।

'সামনে রমজান মাস। দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে সেদিকে উচ্চ অগ্রাধিকার থাকবে। এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে কাজ করব,' যোগ করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকব।'