রিজার্ভ বেড়ে ২১.৪৫ বিলিয়ন ডলার

By স্টার বিজনেস রিপোর্ট
28 December 2023, 14:07 PM
UPDATED 30 December 2023, 15:25 PM

বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার হয়েছে।

মূলত ইসলামী ব্যাংক থেকে ডলার কেনার পাশাপাশি আইএমএফ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে ঋণের কিস্তি পাওয়ায় রিজার্ভ বেড়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক থেকে ২০০ মিলিয়ন ডলার কিনেছে বলে কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র জানিয়েছে।

এর আগে, বাংলাদেশ আইএমএফ থেকে ৬৮৯ মিলিয়ন ডলার এবং এডিবি থেকে ৪০০ মিলিয়ন ডলার ঋণ পেয়েছিল।