টিসিবির জন্য ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

By স্টার বিজনেস রিপোর্ট
22 November 2023, 09:38 AM
UPDATED 22 November 2023, 16:40 PM

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এজন্য সরকারের খরচ হবে ১৪৩ কোটি ১৮ লাখ ৫৯ হাজার টাকা। প্রতি লিটার তেল ১৫৪ দশমিক ৬ টাকায় কেনা হবে। 

আজ বুধবার টিসিবির জন্য সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান,বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি  ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। ভারতের গ্রিন ন্যাশন বিল্ডার্স অ্যান্ড ডেভলপরসের কাছ থেকে ১৪৩ কোটি ১৮ লাখ ৫৯ হাজার টাকায় এই সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।