বাংলাদেশ থেকে ঋণ: দ্বিতীয় কিস্তিতে ১০০ মিলিয়ন ডলার দিল শ্রীলঙ্কা

By স্টার বিজনেস রিপোর্ট
1 September 2023, 04:59 AM
UPDATED 1 September 2023, 11:23 AM

বাংলাদেশ থেকে নেওয়া ২০০ মিলিয়ন ঋণের মধ্যে দ্বিতীয় কিস্তিতে আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছে শ্রীলঙ্কা।

আজ শুক্রবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ৩১ আগস্ট রাতে দ্বিতীয় কিস্তিতে শ্রীলঙ্কা ১০০ মিলিয়ন ডলার পাঠিয়েছে।

এর আগে, গত ১৭ আগস্ট প্রথম কিস্তিতে ৫০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছিল শ্রীলঙ্কা

মেজবাউল হক বলেন, 'সেপ্টেম্বরের মধ্যে শ্রীলঙ্কা পুরো অর্থ পরিশোধ করবে বলে আমরা আশাবাদী।'

২০২১ সালের আগস্টে মুদ্রা বিনিময় চুক্তিতে এই ঋণ নিয়েছিল শ্রীলঙ্কা, যা তিন মাসের মধ্যে পরিশোধের কথা ছিল। বাংলাদেশ ২০২১ সালে শ্রীলঙ্কাকে তিন কিস্তিতে এই ঋণ দিয়েছিল। ১৯ আগস্ট প্রথম কিস্তিতে ৫০ মিলিয়ন ডলার, ১১ দিন পর দ্বিতীয় কিস্তিতে ১০০ মিলিয়ন ডলার এবং সেপ্টেম্বরে আরও ৫০ মিলিয়ন ডলার দিয়েছিল।