বাড়ছে স্বর্ণের দাম, এই মুহূর্তে বিনিয়োগ লাভজনক নাকি ঝুঁকিপূর্ণ?

By স্টার এক্সপ্লেইন্স
22 April 2025, 16:02 PM
UPDATED 24 April 2025, 12:34 PM

এক মাস ধরে স্বর্ণের দাম টানা বাড়ছে। বাজারে স্বর্ণের দামে রেকর্ডের পর রেকর্ড হচ্ছে। এরই ধারাবাহিকতায় দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম।

এ দফায় ভরিপ্রতি চার হাজার ৭১৩ টাকা দাম বেড়েছে। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা। দেশের বাজারে এটিই এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম।

প্রশ্ন হচ্ছে স্বর্ণের দাম হঠাৎ করে এত বাড়ছে কেন? আরও কত বাড়তে পারে? এখন স্বর্ণে বিনিয়োগ করা কি লাভজনক হবে?