আবারও নীতি সুদহার বাড়াল বাংলাদেশ ব্যাংক

By স্টার বিজনেস রিপোর্ট
4 October 2023, 13:58 PM
UPDATED 5 October 2023, 16:16 PM

আকাশছোঁয়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক পলিসি রেট দশমিক ৭৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৭ দশমিক ২৫ শতাংশ করেছে।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, আগামীকাল থেকে নতুন পলিসি রেট বা পুনঃক্রয় চুক্তি (রেপো) হার প্রযোজ্য হবে।

এর আগে, চলতি বছরের জুনে কেন্দ্রীয় ব্যাংক পলিসি রেট দশমিক ৫০ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৬ দশমিক ৫০ শতাংশ করেছিল।