‘ডু্বন্ত’ স্কুল

By স্টার অনলাইন রিপোর্ট
12 October 2022, 05:23 AM
UPDATED 12 October 2022, 11:32 AM

কাছাকাছি ভদ্রা নদীর একটি বাঁধ ধসে গেছে প্রায় দেড় মাস আগে। এমন পরিস্থিতিতে প্রতিদিন জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর তেলিখালী তৈয়বপুর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ। আবার কখনো কখনো চাপ বাড়লে জোয়ারের পানি বিদ্যালয় ভবনের বারান্দা ছাপিয়ে পৌঁছে যাচ্ছে শ্রেণিকক্ষ পর্যন্ত।

school-2.jpg
ছবি: হাবিবুর রহমান/স্টার

পানি মাড়িয়ে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর এমন ভোগান্তির মধ্যেই চলছে প্রতিদিনের পাঠদান। কিন্তু সংকট সমাধানে কর্তৃপক্ষ কিংবা স্থানীয় জনপ্রতিনিধিদের কার্যকর কোনো উদ্যোগ এখন পর্যন্ত চোখে পড়েনি।

school-3.jpg
ভদ্রা নদীর তীরে ধসে যাওয়া বাঁধ। ছবি: হাবিবুর রহমান/স্টার

সম্প্রতি ছবিগুলো তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী হাবিবুর রহমান