ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’ লোকসানে

By স্টার বিজনেস ডেস্ক
14 November 2023, 11:21 AM
UPDATED 14 November 2023, 19:29 PM

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল' ২০২২ সালে চালুর পর পর থেকে এ পর্যন্ত ৭৩ মিলিয়ন ডলার লোকসান করেছে।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প ২০২১ সালের অক্টোবরে তার সোশ্যাল মিডিয়া অ্যাপ চালুর ঘোষণা দিয়ে বলেছিলেন, এটি টুইটার এবং ফেসবুকের মতো 'বিগ টেক' কোম্পানির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে।

তবে, ২০২২ 'ট্রুথ সোশ্যাল' ৫০ মিলিয়ন ডলার লোকসান করেছিল এবং চলতি বছরের প্রথমার্ধে এটি ২৩ মিলিয়ন ডলার লোকসান করেছে।

কোম্পানিটি মার্চে বেশ কয়েকটি পদও বাতিল করেছে। বলা হয়েছিল, সব বিভাগের পর্যালোচনার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে।