ডলারের বিকল্প প্রতিস্থাপনে ব্রিকস দেশগুলোকে সতর্ক করলেন ট্রাম্প

By স্টার অনলাইন ডেস্ক
1 December 2024, 07:14 AM
UPDATED 1 December 2024, 17:17 PM

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ব্রিকস সদস্য দেশগুলোকে নতুন মুদ্রা তৈরি কিংবা ডলারের বিকল্প হিসেবে অন্য কোনো মুদ্রা প্রতিস্থাপনের বিষয়টি সমর্থন না করার প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, 'এই দেশগুলোর কাছ থেকে আমাদের একটি প্রতিশ্রুতি প্রয়োজন যে তারা নতুন ব্রিকস মুদ্রা তৈরি করবে না কিংবা শক্তিশালী মার্কিন ডলার প্রতিস্থাপনে অন্য কোনও মুদ্রায় ফিরে যাবে না।'

ট্রাম্প আরও বলেন, 'আন্তর্জাতিক বাণিজ্যে ব্রিকস মার্কিন ডলার প্রতিস্থাপন করবে এমন কোনো সম্ভাবনা নেই এবং কোনো দেশ এই চেষ্টা করলে তাদের আমেরিকাকে বিদায় বলা উচিত।'

চলতি বছর বিকাশমান পাঁচ অর্থনীতির দেশের জোট ব্রিকসের সদস্যসংখ্যা বেড়েছে। নতুন করে পাঁচটি দেশ এ জোটের সদস্যপদ পেয়েছে। দেশগুলো হলো সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া।

ব্রিকসের আগের পাঁচ সদস্য হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বে ডলার হলো প্রধান রিজার্ভ মুদ্রা। বলা হয়, বিশ্ববাণিজ্যের ৮০ শতাংশের বেশি ডলারে লেনদেন হয়।

গত বছরের শুরুতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা প্রশ্ন তোলেন, কেন সব দেশ ডলারে লেনদেন করবে। এর পরপর রাশিয়ার একজন শীর্ষ কর্মকর্তা জানান, ব্রিকস নিজস্ব মুদ্রা চালুর কথা ভাবছে।