অ্যামাজন, ফ্লিপকার্টকে তলব করবে ভারত

By স্টার বিজনেস ডেস্ক
11 November 2024, 11:13 AM
UPDATED 11 November 2024, 17:21 PM

বিদেশি বিনিয়োগ আইন ভঙ্গের অভিযোগ এনে শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন ও ফ্লিপকার্টকে তলব করতে যাচ্ছে ভারতের আর্থিক অপরাধ তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেকটরেট (ইডি)।

আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স ভারতের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিক্রয়কেন্দ্রে অভিযানের পর অ্যামাজন ও ফ্লিপকার্টকে তলবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বাজার প্রায় ৭০ বিলিয়ন ডলারের।

বার্তা সংস্থাটি জানায়, এনফোর্সমেন্ট ডিরেকটরেট দেশটিতে বিক্রেতা নিয়োগের ক্ষেত্রে অ্যামাজন ও ফ্লিপকার্ট আইন মানেনি বলেও প্রমাণ পেয়েছে।

ভারতীয় আইন অনুসারে, কোনো বিদেশি ই-কমার্স প্রতিষ্ঠান সে দেশে দোকান খুলতে পারবে। তবে পণ্যের তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে পারবে না।

গত সপ্তাহে অ্যামাজন ও ফ্লিপকার্টের বিক্রয়কেন্দ্রে অভিযানের পর তদন্ত সংস্থাটি সেই দুই প্রতিষ্ঠানের নির্বাহীদের তলব করতে যাচ্ছে। ইডি কর্মকর্তারা এখন জব্দ করা নথিগুলো পরীক্ষা করে দেখছেন।

এসব প্রতিষ্ঠানের বিগত পাঁচ বছরের লেনদেনও নিরীক্ষা করে দেখা হবে।

এ বিষয়ে অ্যামাজন, ফ্লিপকার্ট ও ইডি রয়টার্সের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

বাজার গবেষণা প্রতিষ্ঠান দাতুম ইনটেলিজেন্সের হিসাবে, ভারতে অনলাইন পণ্য বাজারের ৩২ শতাংশ ফ্লিপকার্ট ও ২৪ শতাংশ অ্যামাজন নিয়ন্ত্রণ করছে।