পাকিস্তান ও ভারত থেকে ৩৭ হাজার মেট্রিকটন চাল নিয়ে চট্টগ্রামে ২ জাহাজ

By স্টার অনলাইন রিপোর্ট
5 March 2025, 11:41 AM

পাকিস্তান ও ভারত থেকে মোট ৩৭ হাজার ২৫০ মেট্রিকটন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

আহ বুধবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ইমদাদ ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিকটন চাল নিয়ে এমভি সিবি (mv SIBI) এবং ভারত থেকে ১১ হাজার মেট্রিকটন চাল নিয়ে এমভি এইচটি ইউনাইট (mv HT UNITE) জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান থেকে জি-টু-জি ভিত্তিতে ২৬ হাজার ২৫০ মেট্রিকটন আতপ চাল আমদানি করা হয়েছে।

অন্যদিকে, ভারত থেকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-০৫) আওতায় ১১ হাজার মেট্রিকটন সেদ্ধ চাল আমদানি করা হয়েছে।

জাহাজ দুটিতে আমদানিকৃত চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের  কার্যক্রম শুরু হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।