সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৮ টাকা

By স্টার বিজনেস রিপোর্ট
9 December 2024, 11:49 AM
UPDATED 9 December 2024, 22:37 PM

বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৮ টাকা বেড়েছে।

বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের খুচরা মূল্য ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যার দাম আগে ছিল ১৬৭ টাকা।

এছাড়া, খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৪৯ টাকা থেকে বাড়িয়ে ১৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সয়াবিন তেলের নতুন দাম শিগগির কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিনের উপস্থিতিতে বাংলাদেশ ভোজ্যতেল সমিতির সভাপতি মোস্তফা হায়দার নতুন দামের কথা জানান।