রপ্তানিকারকরা প্রতি ডলারে পাবেন ১০৪ টাকা

By স্টার অনলাইন রিপোর্ট
1 March 2023, 16:03 PM
UPDATED 1 March 2023, 22:19 PM

রপ্তানিকারকদের জন্য প্রতি ডলারের দাম আরও ১ টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতি ডলারের বিনিময়ে তারা ব্যাংকের কাছ থেকে ১০৪ টাকা পাবেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন দ্য অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন আজ বুধবার এ সিদ্ধান্ত নিয়েছে।

আগামী জুনের মধ্যে ডলারের একটি নির্দিষ্ট বিনিময় হার নির্ধারণের আগে তারা আজ এ সিদ্ধান্ত নিয়েছে।

এতদিন প্রতি ডলারের বিনিময়ে ১০৩ টাকা পেতেন রপ্তানিকারকরা। তবে এ বছরের ফেব্রুয়ারিতে গত ডিসেম্বর ও জানুয়ারির রপ্তানি আয়ের সমান রপ্তানি হলে সংস্থা দুটি ডলারের দাম ১০৩ টাকা ৫০ পয়সা করবে বলে এর আগে জানিয়েছিল।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলো আজ রপ্তানিকারকদের জন্য ডলারের বিনিময় হার বাড়ানো হয়েছে। আমরা এখন কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে ব্যাংকিং খাতে একক বিনিময় হার নির্ধারণের পথে আছি।'