২ জুন থেকে লন্ডনে মাহিয়া মাহি

By স্টার অনলাইন রিপোর্ট
21 May 2017, 11:52 AM
UPDATED 21 May 2017, 17:57 PM

আগামী ২ জুন থেকে লন্ডনে শুটিং শুরু হতে যাচ্ছে মাহিয়া মাহির “তুই শুধু আমার” শিরোনামের নতুন সিনেমার। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন কলকাতার সোহম।

জয়দীপ মুখার্জি এবং অনন্য মামুনের যৌথ পরিচালনায় ছবিটিতে আরও অভিনয় করবেন ঢাকার আমান রেজা এবং কলকাতার ওম।

ছবিটিতে তিনজন নায়কের সঙ্গেই অভিনয় করতে দেখা যাবে মাহিকে। আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে এটি।

কলকাতা থেকে ছবিটি প্রযোজনা করছে এসকে মুভিজ এবং বাংলাদেশ থেকে অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট।

নতুন এই সিনেমাটি ছাড়াও “জান্নাত” ও “মনে রেখো” নামের দুটি সিনেমার কাজ শেষ করেছেন মাহি। ছবির প্রচার ও বিশ্বব্যাপী মুক্তির যাবতীয় কার্যক্রমের দায়িত্বে থাকবে লাইভ টেকনোলজিস।

মাহিয়া মাহি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “নতুন ‘তুই শুধু আমার’ সিনেমায় অভিনয় করছি এটা সত্য। আমার সঙ্গে চুক্তি হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের। গল্প-চরিত্র সবকিছু পছন্দ হয়েছে বলে রাজি হয়েছি।”