১লা বৈশাখে বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘ডুব’: প্রযোজক

By স্টার অনলাইন রিপোর্ট
23 February 2017, 12:19 PM
UPDATED 23 February 2017, 18:28 PM

যৌথ প্রযোজনায় নির্মিত ‘ডুব’ ছবিটির বাংলাদেশ প্রযোজক জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, আগামী পহেলা বৈশাখে বিশ্বব্যাপী মুক্তি পাবে আলোচিত এই ছবিটি।

বলিউডের খ্যাতিমান অভিনেতা ইরফান খানসহ ছবিটিতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী এবং ভারতের পার্ণো মিত্রসহ অনেকে।

জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে প্রযোজক হিসেবে রয়েছেন ভারতের এসকে মুভিজ ও ইরফান খান।

Doob-1.jpg
‘ডুব’ ছবিটি পোস্টার

সকল আলোচনা-সমালোচনার কাল বৈশাখীর উর্দ্ধে গিয়ে গতকাল ফেসবুকে প্রকাশ করা হয় মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবিটির পোস্টার।

ফারুকী তাঁর ফেসবুকে পোস্টারটি প্রকাশ করে লিখেছেন – “এটি ছবিটির ফার্স্ট লুক।” এছাড়াও, পোস্টারের উপরে লেখা রয়েছে – “বুকের ভেতর বয়ে চলে পাহাড় সমান নদী, আহারে জীবন, আহা জীবন...।”

কিছুদিন আগে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি ‘ডুব’ ছবিটি দেখে অনাপত্তিপত্র দিলেও পরে তা তথ্য মন্ত্রণালয়ের আদেশক্রমে স্থগিত করা হয়।

এর আগে, প্রিভিউ কমিটিকে চিঠি দিয়েছিলেন অভিনেত্রী, নির্মাতা ও প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। অভিযোগের কারণগুলো ব্যাখ্যা করতে তিনি তাঁর ধানমন্ডির বাসায় এক সাংবাদিক সম্মেলনেরও আয়োজন করেন।

শাওনের আশংকা, ‘ডুব’ ছবিটি নির্মাণ করা হয়েছে হুমায়ূন আহমেদের জীবনের গল্প নিয়ে। অবশ্য পরিচালক বারবার বলেছেন, তাঁর এই ছবির গল্পটি মৌলিক। এর গল্প জীবত বা মৃত কোনো ব্যক্তির সঙ্গে যদি মিলে যায়, সেটা হবে কাকতালীয়।